বিএনপি হাওয়ায় একেকটা কথা ছাড়ে:সেতুমন্ত্রী

 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপি হাওয়ায় একেকটা কথা ছাড়ে। তাদের কোনো কাজ নেই। কে তাঁদের (বিএনপির নেতা-কর্মী) হুমকি দিচ্ছে? তথ্য-প্রমাণ দিক।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কথায় মানুষের পেট ভরবে না। তাদের কয়েকজন নেতা, “প্যাথলজিক্যাল লায়ার” আছে। ওরা বসে বসে এসব বলছে। ১ বছর ১০ মাস পর ওরা ৫০০ জনের জাম্বু মার্কা নির্বাহী কমিটির সভা ডাকছে বিলাসবহুল দামি হোটেলে। বেগম সাহেবের বিলাসবহুল জায়গা ছাড়া বসার জায়গা হয় না।’

শনিবার ৩ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এসব কথা বলেন। আগামী মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ওভারপাসের উদ্বোধন করার কথা রয়েছে। প্রায় ৬৩২ মিটার দীর্ঘ ওভারপাসের নির্মাণে ব্যয় হয়েছে ৯৪ কোটি টাকা।

 সে সময়  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাদের তো নির্বাচনে আসতেই হবে।

আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮