লজ্জার হার বাংলাদেশের

আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ২১৫ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র ও দ্বিতীয়টিতে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিল তারা।

লক্ষ্য যখন ৩৩৯ রানের, আর বাকি আছে প্রায় ৩ দিনের খেলা, তখন জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগও ছিল না। সে কারণেই সম্ভবত টেস্ট নয়, ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার খেসারত হিসেবে মাত্র ১২৩ রানেই শেষ দ্বিতীয় ইনিংস।

সিরিজ জয়ে শ্রীলঙ্কার দেয়া ৩৩৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩ ও ব্যক্তিগত ২ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর দলীয় ৪৯ ও ব্যক্তিগত ১৭ রানে হেরাথের বলে আউট হন ইমরুল। শেষ পর্যন্ত ২ উইকেটে ৫৭ রান করে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

প্রথম সেশনে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেশনে তার লেশমাত্র ছিলো না। দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কার বোলিং তোপে পড়ে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ।

লাঞ্চ-বিরতি থেকে ফিরেই হেরাথের বলে আউট হন ৩৩ রান করা মুমিনুল। দলীয় ৬৪ ও ব্যক্তিগত ৩৩ রানে হেরাথের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর কিছুক্ষণ পরই মুমিনুলের পথ ধরেন লিটন দাশ।

দলের রান যখন ৭৮ তখন ধনঞ্জয়ার বলে মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে ১২ রান করেন তিনি।শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে এরপর আর দাড়াতে পারে নি কেউই। ফলে ২১৫ রানে হারতে হয় বাংলাদেশকে।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮