অবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী পার্টনার করার প্রস্তাব পেশ করেছে। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই প্রস্তাব পেশ করে প্রতিষ্ঠানটি।
এর আগে ১৯ ফেব্রুয়ারি ডিএসই কৌশলগত বিনিয়োগকারী পার্টনার করতে চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম সেদিন সাংবাদিকদের বলেন, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পার্টনার করতে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন যত দ্রুত সম্ভব আমরা বিএসইসিতে ডিএসইর এই প্রস্তাবনা পাঠাবো। এই প্রস্তাবের পর নিয়ন্ত্রক সংস্থা তা আইনগতভাবে যাচাই করে তাদের সিদ্ধান্ত জানাবে।
আরএম/