ডিএসইর সংবাদ সম্মেলন বিকেলে

সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ৫টায় ডিএসইর মূল ভবনে এই সংবাদ সম্মেলন অনু্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমান বাজার পরিস্থিতি ও কৌশলগত বিনিয়োগকারী নিয়ে আলোচনা করার জন্যই ডিএসই বিকেল ৫টায়  সংবাদ সম্মেলন ডেকেছে।

উল্লেখ, গত কয়েক কার্যদিবসের টানা দরপতনে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে কয়েক হাজার কোটি টাকা হারিয়ে গেছে। এই নিয়ে দেশের পুঁজিবাজারে চলছে নানা গুঞ্জন। সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সাংবাদিকদের মুখোমুখি হবেন ডিএই কর্তৃপক্ষ। আজও সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়াকে দেওয়ার প্রস্তাব সম্পর্কেও জানাবে ডিএসই।

আরএম/