সম্প্রতি স্বামী জাস্টিন থেরক্স এর সঙ্গে বিচ্ছেদ হলো জেনিফার আনিস্টনের। এবার বিচ্ছেদের ধকল কাটাতে বিশেষ একটি পরিকল্পনা করেছেন জেনিফার। ১০ জন বান্ধবীকে নিয়ে হাওয়াইতে ‘গার্লস অনলি’ ট্রিপে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। শুধুই মেয়েদের এই ট্রিপে কোনো পুরুষ বন্ধু যাওয়ার অনুমতি পাচ্ছেন না।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, বিচ্ছেদের পড়ে ভেঙে না পড়ে বান্ধবীদের সান্নিধ্য উপভোগ করতে চাইছেন জেনিফার। আর তার বান্ধবীরাও চাইছেন তিনি যেন একাকীত্বে না ভোগেন। সেজন্যই হাওয়াই যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জেনিফার সমুদ্র খুব পছন্দ করেন। সমুদ্রের পারে সময় কাটানোর মতো রিলাক্সিং আর কিছু হতে পারেনা তার জন্য। সাধারণত তিনি ছুটি কাটাতে মেক্সিকো যেতে ভালোবাসেন। তবে এবার তিনি সেখানে যাবেন না। কারণ মেক্সিকোতে জাস্টিনের সঙ্গে জেনেফারের অনেক স্মৃতি আছে।
২০১৫ সালে বিয়ে করেছিলেন জেনিফার ও জাস্টিন। এরপর এবছরের ১৬ ফেব্রুয়ারি তারা বিচ্ছেদের কথা জানান। দুজনের সমঝোতার মাধ্যমেই এই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন তারা।
আজকেরবাজার/এইম