নিহত আফসানার বাবার বাড়ি খুলনার খালিশপুরে। তিনি কুড়িলের চাররাস্তা এলাকায় থাকতেন । তাঁর স্বামী আবদুল আজিজ গাড়ি চালক।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে খালার বাড়িতে যাচ্ছিলেন আফসানা আখতার। শ্যামপুর লাল মসজিদের কাছে পৌঁছালে মোটারসাইকেলের চাকা হড়কে যায়। এতে আফসানা পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সকাল সাড়ে সাতটার সময় কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন।
এমআর/