প্রয়োজন হলে আহতদের সিঙ্গাপুরে নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা স্বার্থে প্রয়োজনে সরকারী খরচে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, যারা অসুস্থ আছেন তারা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠবেন। আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা করছেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি। প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে গিয়েও এই রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। এই রোগীদের বার্ন বা অর্থোপেডিক যে চিকিৎসাই লাগুক না কেন আমরা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছি।’

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘নেপাল থেকে শাহরিনকে গতকাল ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পর তার ড্রেসিং করানো হয়েছে। ছোট্ট একটি অপারেশন করা লাগবে তার। আমরা আগামী রবিবার মেডিকেল বোর্ড বসিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন বলেন, ‘নেপালে আমাদের একটি স্বাস্থ্য টিম গিয়েছে, তারা যে রেকর্ড পাঠিয়েছেন তা থেকে জানা যায়- সেখানে দু’জন রোগী সংকটাপন্ন অবস্থায় আছেন। বাকিরা মোটামুটি সুস্থ আছেন। তারা খুব শিগগিরই দেশে ফিরবেন।’ শুক্রবার নেপাল থেকে ৩ জনের ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

এমআর/