পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড প্লাস্টিক ফার্নিচারের ব্যবসায় নামছে। কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের (পিপিএল) মাধ্যমে এই ব্যবসা পরিচালিত হবে।
শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ফার্নিচার উৎপাদন ও বিপনণের এই ব্যবসায় প্রাথমিকভাবে বিনিয়োগ হবে ৪৮ কোটি ৬৮ লাখ টাকা। এই ব্যবসায় ২০১৮-১৯ অর্থবছর, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে পণ্য বিক্রির পরিমাণ হবে হবে যথাক্রমে ১৩ কোটি টাকা, ১৮ কোটি ৯৩ লাখ ও ও ২০ কোটি ১১ লাখ টাকা।
প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডে এসিসিআইএর মালিকানা থাকবে ৮৭ দশমিক ৩২ শতাংশ।
আজকেরবাজার/এস