দুর্নীতির দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাককে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। দেশটির সাবেক নেতাদের দুনীর্তির অভিযোগে অভিযুক্ত করার এটি সর্বশেষ ঘটনা।

সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়। খবর এএফপি’র।

সরকারি কৌঁসুলিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা লি’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, কর ফাঁকি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের দুর্নীতি ও ক্ষমতার অপব্যহারের দায়ে ২৪ বছরের সাজা হওয়ার একদিন পর অপর সাবেক নেতা লিকে অভিযুক্ত করা হলো।

গত মাসের দিকে আটক করা হলেও সাবেক নেতা লি কৌঁসুলিদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। লি তার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগ অস্বীকার করে এসবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেন।

অারএম/