চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ট্রেডিংয়ে নতুন চার্জ নির্ধারণ করেছে। বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএসইর তথ্য অনুযায়ী, সভায় ট্রেডিংয়ের ক্ষেত্রে কনট্রাক্ট চার্জ সম্পূর্ণ বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে প্রতি ট্রেডিংয়ে ২ টাকা করে চার্জ নেওয়া হতো।
আগে ৩ স্তরে কমিশন চার্জ নির্ধারণ ছিল। যা বাতিল করে একটি কমিশন চার্জ নির্ধারণ করা হয়েছে। নতুন কমিশন চার্জ শুধুমাত্র ০.০২৩% করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিএসই।
পরিবর্তিত ফিস এবং চার্জ সমূহের বিবরণ :
১। যে কোন ট্রেডিং এর কনট্রাক্ট চার্জ সম্পূর্ণ বাতিল
২। যে কোন সাধারণ ট্রেড এর কমিশন চার্জ ০.০২৩%
৩। যে কোন বাল্ক এবং ফরেন ট্রেডের কমিশন চার্জ ০.০০৪% (৫০ লাখের ওপরে যে কোন সিঙ্গেল কনট্রাক্টের জন্য।
সিএসই বলছে এই নতুন চার্জ আগামী ১ জুলাই ২০১৮ থেকে প্রযোজ্য হবে।
আরএম/