প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

CORRECTION - A hand out image made available by the Pakistan National Assembly on August 13, 2018, shows (from L to R) Pakistan's cricketer-turned politician and head of the Pakistan Tehreek-e-Insaf (Movement for Justice) party Imran Khan, Shah Mahmood Qureshi, Khalid Maqbool , Sardar Akhtar Mengal and others taking the oath as Members of Parliament during the first session of the Parliament in Islamabad following general election. (Photo by Handout / PID / AFP) / --- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / PAKISTAN NATIONAL ASSEMBLY " - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS --- / XGTY / “The erroneous mention[s] appearing in the metadata of this photo by Handout has been modified in AFP systems in the following manner: [Pakistan National Assembly] instead of [Pakistan Press Information Department (PID)]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require.”

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি ইমরান খান। তিনি হচ্ছেন দেশটির ২২তম প্রধানমন্ত্রী। দেশটির জাতীয় পরিষদের ভোটে শুক্রবার ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

দেশের প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট মামনুন হোসাইন নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। সকাল সাড়ে ৯টায় শপথের জন্য সময় নির্ধারিত থাকলেও আধা ঘণ্টার দেরিতে অনুষ্ঠানটি হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরান তেলওয়াত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। কালো শেরওয়ানি পরিহিত ইমরান তাঁর বানিগালার বাসভবন থেকে প্রেসিডেন্ট হাউজ আইওয়ান-ই-সদরে এসে পৌঁছান। তাঁর আগেই সেখানে পৌঁছান তাঁর স্ত্রী বুশরা ইমরান।

গতকাল শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বিরোধী শাহবাজ শরিফকে পরাজিত করেন।

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করে পিটিআই। নির্বাচনে দলটি লাভ করে ১১৬টি আসন। মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসন লাভ করে। সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি পিটিআই। তবে পার্লামেন্টে ছোট দলগুলোর সমর্থন পেয়েছেন ইমরান।

গত ১৩ আগস্ট পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যরাই গত বুধবার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করেন।

পিটিআইয়ের নেতা আসাদ কায়সার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। তাঁর ডেপুটি নির্বাচিত হন কাসিম সুরি। তিনিও পিটিআইয়ের নেতা।

ক্রিকেট থেকে অবসরের পর ১৯৯৬ সালে ইমরান খান প্রতিষ্ঠা করেন পিটিআই। প্রতিষ্ঠার ২২ বছরের মাথায় দেশটির ক্ষমতায় এলো দলটি।

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯৯২ সালের ২৫ মার্চ পাকিস্তানের হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেটা ছিল বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ হাতে নিয়েই অবসরের ঘোষণা দেন ইমরান। তখন তাঁর বয়স ছিল ৩৯ বছর।

আজকের বাজার/এমএইচ