বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিডেট। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ১১ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য জানা গেছে,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২০ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ১১ দশমিক ১৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে ৮ দশমিক ৬৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ৮ দশমিক ৩৩ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কীম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ৮৪ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেড ৭ দশমিক ৬১ শতাংশ, অ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেড ৫ দশমিক ৫৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড ৫ দশমিক ৪৯ শতাংশ এবং ব্রাক ব্যাংক লিমিটেডে ৫ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২ জুন ২০১৭