শিবলী চৌধুরী কায়েস,ইউএস:আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকতায় পুলিৎজার এওয়ার্ড ২০১৭’র তুলে দেয়া হয়েছে। প্রতিবছর অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতা ছাড়াও আলোকচিত্রকলা, কার্টুন, নাটক, কবিতা, ইতিহাস এবং সংগীতসহ ২১টি বিভাগে এ পুলিৎজার পুরস্কার দেয়া হয়।
জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে কাজের স্বীকৃতি তুলে দেন, নিউইয়র্ক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট লী সি বোলিংগার। সাংবাদিকতায় নোবেল খ্যাত এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই। জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং পেশাদারিত্ব মনোভাবের কারণেই তাদের এই অর্জন সম্ভব হয়েছে। সাহসি সাংবাদিকতায় একদিন সাউথ-ইস্ট এশিয়ান বা বাংলাদেশী গণমাধ্যমকর্মীরাও এ পুরস্কার পাবেন বলে আশা করেন তারা।
উল্লেখ ১৯১১ সালে হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পাবলিশার জোসেফ পুলিৎজার মৃত্যুবরণ করেন। এরপর ১৯১২ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালু করা হয়। এরপর জোসেফ পুলিৎজার রেখে যাওয়া উইল এর টাকা থেকে তাঁর মৃত্যুর এই এওয়ার্ড চালু করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাংবাদিকতা, সাহিত্য এবং সংগীতে বিশেষ অবদান ও পেশাদারিত্বের পুরস্কার হিসেবে ১৯১৭ সালের ৪টা জুন প্রথম চালু হয় পুলিৎজার পুরস্কার। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ২১টি ক্যাটাগরিতে সাংবাদিকতা নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার প্রাইজ প্রদান করে আসছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৪১তম এই জমকালো আসর ঘিরে ছিল গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি। যেখানে মূলধারার গণমাধ্যম কর্মীদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশী সাংবাদিকরাও। অনুষ্ঠানের শুভ সূচনা করেন নিউইয়র্ক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট লী সি বোলিংগার। একে পুলিৎজার প্রাইজ ২০১৭-এর বিজয়ীদের নাম ঘোষণা করেন তিনি।
এবারো বস্তুনিষ্ঠ ও দুঃসাহসিক সাংবাদিকতায় পুরস্কার জিতেছে নিয়েছে মূলধারার পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস। পুলিৎজার কমিটি জানায়, বর্তমান বিশ্বে গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশের মধ্যেও নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট তাদের দুঃসাহসিকতা দেখাতে সক্ষম হয়েছে।
বাৎসরিক ২১ টি ক্যাটাগরীর এই পুরস্কারের মধ্যে ২০জনকে নগদ ১৫ হাজার ইউএস ডলার ও সার্টিফিকের্ট প্রদান করা হয়। আর একমাত্র জার্নালিজমের বিজয়ীকে দেয়া হয় সোনার মেডেল।
প্রতিবছর অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতা ছাড়াও আলোকচিত্রকলা, কার্টুন, নাটক, কবিতা, ইতিহাস এবং সংগীতসহ ২১টি বিভাগে এ পুলিৎজার পুরস্কার দেয়া হয়। পুরস্কার হাতে পেয়ে টাইম টেলিভিশনের সাথে নিজের অনুভূতির কথা এভাবেই তুলে ধরেন অনেকে।
ঢাকায় সফরকারি নিইয়র্ক টাইমসের আলোকচিত্রী জানান, এসব ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী সাংবাদিকের স্বীকৃতির সুযোগ রয়েছে। তার সাথে একাত্বতা পোষন করেন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশী সাংবাদিকরাও।
বিজয়ীদের মধ্যে ছিলেন প্রায় তিন শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম আইসিআইজে। যারা সম্প্রতি ‘পানামা পেপারস’ ফাঁস করে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দিয়েছেন। এ ছাড়া মাত্র ১০ জন সংবাদকর্মী নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের স্থানীয় একটি পত্রিকা ‘স্টর্ম লেক টাইমস’ও এবার পুলিৎজার পেয়েছে।
আজকের বাজার : এসসিকে /এলকে/ ৭ জুন ২০১৭