টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে টানা তৃতীয় মেয়াদে ও মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরের দিন প্রথমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার স্থপতিকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, জাতীয় সংসদের চীফ হুইপ, আওয়ামী লীগের সংসদ সদস্যগণ এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এখান থেকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে অনুভূতি (মন্তব্য) লিপিবদ্ধ করবেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ