প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বুধবার (৩০ মে) বিকেল ৪টায় গণভবণে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে দুই দিনের ভারত সফর শেখ হাসিনা।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বভারতীতে সমাবর্তনে অংশ নওয়ার পাশাপাশি বৈঠক করেন তিনি। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ‘ডি-লিট’ ডিগ্রি নেন শেখ হাসিনা।
এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
রাসেল/