চীনে ড্রাগনের ৬০ ফুট লম্বা কঙ্কাল উদ্ধার!

কল্পিত ও পৌরানিক চরিত্র হলেও অনেকেই ড্রাগনের অস্তিত্ব আছে বলে মনে করে থাকেন।

জাপান, কোরিয়া এবং চীনের অনেক মানুষ এখনও এর অস্তিত্বে বিশ্বাস করেন।

উত্তর চীনে একটি মাঠ থেকে প্রায় ৬০ ফুট দীর্ঘ একটি কঙ্কাল পেয়েছেন স্থানীয়রা।

তাদের ধারণা, এটি কোনো ড্রাগনের কঙ্কাল হতে পারে।

পাশ্চাত্য পুরাণে দেখা যায়, যে ঐতিহ্যবাহী চীনা ড্রাগনগুলির কোন পাখা নেই।

কিন্তু আবার পশ্চিমা পুরাণে দেখা যায়, সেখানে ড্রাগনগুলোর পাখা ছিল যার ফলে তারা আকাশে উড়তে পারতো।

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের বাসিন্দারা এটাই বিশ্বাস করে।

৬০ ফুট এই ড্রাগনের কঙ্কাল দেখতে গ্রামটিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল।

গ্রামবাসীদের ভাষ্য, প্রথমে তারা একটি বড় মাথার খুলি দেখতে পায় এরপর তারা সেই অবস্থায় মাটি খুঁড়তে খুঁড়তে বিশাল দেহের এই ড্রাগনের কঙ্কালটি পায়।

চীনা সোশ্যাল মিডিয়া বলছে, এই বিশাল কঙ্কাল সম্ভবত ইচ্ছাকৃতভাবে এখানে রাখা হয়েছে।

তবে এ ব্যাপারে এখনো কোন নিশ্চিত তথ্য আসে নি।

আজকের বাজার : এমএম / ২৩ অক্টোবর ২০১৭