২২ অক্টোবর রোববার মিশরের পার্লামেন্টে এক পূর্ণাঙ্গ অধিবেশনে দেশটির জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে প্রেসিডেন্টের আদেশ গৃহীত হয়েছে।
মিশরের আল-আহরাম পত্রিকার বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। একই দিন মিশরের প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে জরুরি অবস্থা বৃদ্ধি ঘোষণার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
২১ অক্টোবর শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে জানায়, শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের মরুভূমি অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘাতে ১৬জন পুলিশ নিহত হয়েছে।
মধপ্রাচ্যের চরমপন্থী সংস্থা “আইএস”-এর লিবিয়া শাখার সশস্ত্র জঙ্গিরা মিশর ও লিবিয়া সংলগ্ন মরুভূমি অঞ্চল থেকে মিশরে অনুপ্রবেশ করে বলে খবরে উল্লেখ করা হয়।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ২৩ অক্টোবর ২০১৭