ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা নয় : ইরান

ইরান কোনোভাবেই নিজের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সংসদ মজলিসে শুরায়ে ইসলামি’র জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ইউরোপের কোনো কোনো কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বোরুজেরদি বলেন, ইরান বহুবার বলেছে, পরমাণু সমঝোতার সঙ্গে এদেশের প্রতিরক্ষা সক্ষমতার কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়টিকে ‘রেড লাইন’ বিবেচনা করছে তেহরান।

শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে বলেও মন্তব্য করেছেন ইরানের এ শীর্ষস্থানীয় কর্মকর্তা।

বোরুজেরদি আরও বলেন, যেসব দেশ ভাবছে ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে সেদেশের প্রতিরক্ষা সক্ষমতার ওপর প্রভাব বিস্তার করতে পারবে তারা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান এখন পর্যন্ত কারো সঙ্গে আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও জানিয়েছেন তিনি।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ২৩ অক্টোবর ২০১৭