আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১১ জন নিহত

আফগানিস্তানের একটি বিমানবন্দরে আত্মঘাতি বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। খবর বিবিসির।

রোববার (২২ জুলাই) বিকেলে দেশটির রাজধানী কাবুলের বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বেচ্ছানির্বাসিত উপ-রাষ্ট্রপতি আবদুল রাশিদ ডোস্টাম দেশে ফেরার পরপর এ ঘটনা ঘটে।

ডোস্তাম বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ডোস্তামকে স্বাগত জানাতে তার সমর্থকরা বিমানবন্দরে হাজির হয়েছিলেন। এক নারীকে হত্যা ও ধর্ষণের আদেশ দেয়ার অভিযোগ আনার পর ডোস্টাম তুরস্কে চলে যান।

পুলিশ জানিয়েছে, হামলাকারী পায়ে হেঁটে বিমানবন্দরে এসে বিস্ফোরণ ঘটান।

আজকের বাজার/একেএ