আফগানিস্তানে সর্বশেষ লড়াইয়ে প্রথম প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে বিদেশি সৈন্য প্রত্যাহারের সময় ব্যাপক লড়াই শুরু করার পর তালেবান তাদের প্রথম আফগান প্রাদেশিক রাজধানী দখল করেছে। শুক্রবার সিনিয়র এক সরকারি কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।’