ইরাকে কোনঠাসা হয়ে পড়েছে বিক্ষোভকারীরা

বাগদাদের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা মোক্তাদা আল সদর বিক্ষোভকারীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবার পর, বিক্ষোভকারীরা কোনঠাসা হয়ে পড়েছে।

অনুমান করা হচ্ছে যে,শীঘ্রই ইরাকী নিরাপত্তা ও মিলিশিয়া বাহিনী তাদের ধর্মঘটী অবস্থান ও তাঁবুতে হানা দিতে পারে। বিভিন্ন মহল্লায় ইতিমধ্যেই প্রতিবাদকারীরা নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। অক্টোবর মাস থেকে বিক্ষোভ ও সহিংসতায় আনুমানিক ৬০০জন প্রাণ হারিয়েছেন এবং ২০,০০০ জনগণ আহত হন।

তবে কারবালায় বিক্ষোভকারীরা শহরের প্রধান স্কয়ারে তাদের অবস্থানে অনড় রয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান