ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

Palestinian protesters are seen standing before tear gas fumes during clashes following a demonstration by the border with Israel east of Gaza city on July 13, 2018. Palestinians in Gaza have for months been demonstrating against Israel's decade-long blockade of the territory and in support of their right to return to lands they fled or were driven from during the war surrounding the creation of Israel in 1948. / AFP PHOTO / MAHMUD HAMS

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুলাই) নিজেদের বসতভিটায় ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনি কিশোর নিহত হন।

গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলের প্রাণঘাতী হামলায় এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন।

শুক্রবারের বিক্ষোভে কয়েক হাজার লোক অংশ নিয়েছিলেন। কেউ কেউ সীমান্তবেষ্টনীর কাছে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি ঢুকতে চাইলেই তাকে গুলি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ১৫ বছর বয়সী কিশোর ওসমান রামি হাল্লিসের বুকে গুলি লেগেছে। এ ছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের শরীরে তাজা গুলি লেগেছে।

আজকের বাজার/একেএ