ওটিসি সংক্রান্ত প্রতিবেদন কমিশন সভায় গৃহীত

‘ডেভেলপিং ওটিসি মার্কেট অব ডিএসই’ সংক্রান্ত কমিটির প্রতিবেদন আজকের কমিশন সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার বিএসইসির ৬৩৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র জানায়, উক্ত প্রতিবেদন পর্যালোচনা পূর্বক ওটিসি মার্কেট বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নের জন্য কমিশনের নিম্নবর্নিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির আহবায়ক ও নির্বাহী পরিচালকের পদে রয়েছেন ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক সদস্য পদে রয়েছেন ড. এটিএম তারিকুজ্জামান, মো. আনোয়ারুল ইসলাম, মো. মাহবুবুল আলম, ও মো.মনসুর রহমান (সদস্য সচিব)।

কমিশনের অফিস আদেশ নং বিএসইসি/প্রশাসন/৪১:০০/১৯৯৫/(অংশ-৮)-৬১৩ সেপ্টেম্বর ২০১৭ এর মাধ্যমে ‘ডেভেলপিং ওটিসি মার্কেট অব ডিএসই’ সংক্রান্ত কমিটি গঠন করা হয়।

আরএম/