ওডেসা অঞ্চলে ২২টি রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন বিমানবাহিনী

ইউক্রেনের বিমান বাহিনী রবিবার বলেছে তারা দক্ষিণ ওডেসা অঞ্চলে ২২টি রুশ ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে, ‘৩ সেপ্টেম্বর, ২০২৩-এর রাতে, রাশিয়ান দখলদাররা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে ‘শাহেদ-১৩৬/১৩১’ ইউএভি দিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা শুরু করেছিল।’ এ সময় তারা ২২টি ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।