কম্বোডিয়ায় ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯

কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলে ভবন ধসের ঘটনায় রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। হতাহতদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কেপ প্রদেশে নির্মাণাধীন একটি সাত-তলা হোটেল শুক্রবার ধসে পড়ে। এ ঘটনার পরপরই বিপুলসংখ্যক সৈন্য ও উদ্ধারকর্মী কোদাল, ড্রিল ও বৈদ্যুতিক করাত নিয়ে কংক্রিট সরিয়ে উদ্ধার কাজ চালাতে শুরু করে।

কর্মকর্তারা প্রাথমিকভাবে ৩০জন কর্মী আটকা পড়েছে বলে অনুমান করেন। তবে প্রাদেশিক মুখপাত্র রোস উডং এএফপিকে বলেন, আহত ও নিহতের সংখ্যা অনুমানের তুলনায় বেশি হবে। রোববার ভোরে আরো মৃতদেহ উদ্ধার করা হয়।

উডং বলেন, নিহত ২৯ ছাড়াও আহত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারিরা জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। গত জুন মাসে সিহানোউকভিলে এক নির্মাণাধীন ভবন ধসে ২৮ জন প্রাণ হারায়। এটি একটি সমুদ্র তীরবর্তি শহর। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান