This surveillance camera image released on Peel Regional Police Twitter account (@PeelPoliceMedia)on May 25, 2018, shows two hooded men carrying a device and entering an Indian restaurant in Mississauga, Ontario on May 24 a few minutes before an explosion injured 15 people.
Canadian police on Friday hunted two men after a blast at an Indian restaurant near Toronto injured 15 people, but police said there were no initial signs of terrorism. An improvised device detonated Thursday night at the eatery in Mississauga, a major suburb west of Toronto, while two parties celebrated birthdays, Peel Regional Police Chief Jennifer Evans told a news conference.
/ AFP PHOTO / Eric BARADAT / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / PEEL REGIONAL POLICE" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS
কানাডার অন্টারিওর মিসিসাওঙ্গা শহরে একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা দুই তরুণ। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় বোম্বে বেল রেস্তোরাঁয় এ বোমা বিস্ফোরণ ঘটে।
হামলার পর দুই তরুণ রেস্তোরাঁ থেকে পালিয়ে যায়। ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হুডি জ্যাকেট আর জিন্স পরিহিত মাঝারি উচ্চতার ওই দুই তরুণের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। এ ঘটনার পুলিশের তদন্ত চলছে।