কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই আর নেই

কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই আর নেই। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১৯৭৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেন। এ প্রেসিডেন্টের এক আত্মীয় ও সরকারি সূত্র মঙ্গলবার একথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই আত্মীয় বলেন, কেনিয়ার পশ্চিমাঞ্চলে‘তিনি তার বাসভবনে মারা যান।’ তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান