গাইবান্ধায় বাজারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট বাজারের মহিলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।

এতে কনফেকশনারি, ইলেকট্রনিক্সসহ ১২টি দোকানের ১৫ লাখ টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আজকের বাজার/একেএ