গাইবান্ধায় ২১ হাজার ৩০২ বন্যা দুর্গত পরিবারের মাঝে বিস্কুট বিতরণ

গাইবান্ধা, জেলার চার উপজেলার ২১ হাজার ৩০২ বন্যা দুর্গত পরিবারের মাঝে বিস্কুট বিতরণ করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বন্যার্তদের মধ্যে বিস্কুট বিতরণের এই কার্যক্রম চলছে।

গাইবান্ধা জেলার বন্যা দুর্গতদের জরুরি খাবার বিতরণের আওতায় জিইউ-কে তার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বন্যা কবলিত এলাকার বন্যার্তদের মাঝে এনার্জি ফরটিফাইট বিস্কুট বিতরণ করছে।

মঙ্গলবার বিকেলে জেলার সাঘাটা উপজেলার বন্যা দুর্গতদের মাঝে বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. মো. ফজলে রাব্বি মিয়া। সদর উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন।

বন্যা দুর্গত প্রতি পরিবারকে পৌনে ৪ কেজি করে বিস্কুট দেয়া হয়।

জিইউকে’র প্রধান নির্বাহী আব্দুস সালাম জানান, বন্যা দুর্গত এলাকার সুন্দরগঞ্জ উপজেলার ৩ হাজার ৫৯৮টি পরিবার, সদর উপজেলার ৪ হাজার ৯২২ পরিবার, ফুলছড়ির ৪ হাজার ৩৮টি পরিবার ও সাঘাটা উপজেলার ৭ হাজার ৭৩৩টি পরিবার।

আজকের বাজার/লুৎফর রহমান