ঘুমের ঘোরে উদ্ধার করা হয় কিশোর ফুটবলারদের

This handout video grab taken from footage released by the Royal Thai Navy on July 11, 2018 shows rescue personnel carrying a member of the "Wild Boars" Thai youth football team on a stretcher during the rescue operation inside the Tham Luang cave in Khun Nam Nang Non Forest Park in Mae Sai district. The 12 boys rescued from a Thai cave were passed "sleeping" on stretchers through the treacherous passageways, a former Thai Navy SEAL told AFP on July 11, giving the first clear details of an astonishing rescue mission that has captivated the world. / AFP PHOTO / ROYAL THAI NAVY / Handout / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / Royal Thai Navy " - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

উদ্ধারের সময় কেউ ঘুমিয়ে ছিল। কেই ঘুমে ঢুলছিল। তবে শ্বাসপ্রশ্বাস চলছিল। গুহার মধ্যেই ডাক্তাররা কিছুক্ষণ পরপর তাদের নাড়ি ও শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছিলেন।

মঙ্গলবার উদ্ধার অভিযানে গুহা থেকে সবার শেষে বের হন তিনি। খবর এএফপির।

উদ্ধারের সময় আটকে পড়া ১২ কিশোর ও তাদের কোচের অবস্থা কেমন ছিল বুধবার এভাবেই তার বর্ণনা দিয়েছেন থাই নেভি সিলের সাবেক সদস্য কমান্ডার চেইয়ানান্তা পিরানারং।

‘গুহা থেকে নির্বিঘ্নে বের করতেই কিশোরদের স্বল্পমাত্রা ঘুমের ওষুধ খাইয়ে ঘুমে আচ্ছন্ন রাখা হয়। গুহায় কিশোরদের খোঁজ পাওয়ার দিন থেকেই তাদের ওই ডোজ দেয়া হচ্ছিল’, বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

ডাক্তাররা জানিয়েছেন, ১৭ দিন ধরে গুহায় থাকার ফলে তাদের ওজন গড়ে ২ কেজি করে কমে গেছে। তবে ওজন কমে গেলেও তারা সুস্থ আছে এবং তাদের মধ্যে বাড়তি কোনো মানসিক চাপের লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।

চেইয়ানান্তা বলেন, ঘুমের ঘোরে উদ্ধার করা হয় কিশোরদের। ঘুমন্ত অবস্থায় স্ট্রেচারে করে বাইরে আনা হয় তাদের। অন্ধকার গুহায় যাতে তারা বিচলিত না হয়ে পড়ে তাই নেয়া হয় এ ব্যবস্থা। তিনি বলেন, আমার কাজ ছিল গুহার মধ্য দিয়ে স্ট্রেচারে করে বহন করা।

আজকের বাজার/আরআইএস