দাম বেড়েছে ১৬৮টি কোম্পানির শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ার্র্
ডিএসইতে মোট ৩৩৫ টি কো¤পানির ৯ কোটি ২৪ ল ৩৬ হাজার ৯৪৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে রোববার মোট লেনদেনের পরিমাণ ৩৪৪ কোটি ৩৫ লাখ ১হাজার ১৭৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪৭ দশমিক ১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ২২৬০ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১০ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক লিঃ, গ্রামীণ ফোন, গোল্ডেন হারভেস্ট, দেশবন্ধু পলিমার, বিডি থাই, ওয়েস্টার্ণ মেরিন, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস্ লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ইস্টার্ণ কেবলস, ইউনাইটেড ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, ওয়েস্টার্ণ মেরিন, রেনউইক যঙ্গেশ্বর, মুন্নু স্টাফলার, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল টিউবস, এসিআই ফরমুলেশন ও ন্যাশনাল ব্যাংক লিঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা কন্ডেন্সড মিল্ক, সিএপিএম বিডিবিএল মি. ফা., ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, শাহজালাল ইসলামি ব্যাংক লিঃ, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, সিভিও পিআরএল, পিএইচপি মি. ফা-১, আজিজ পাইপস, ইস্টার্ণ হাউজিং ও মেঘনা পেট।

আজকের বাজার: ওএফ/ ২১ জানুয়ারি ২০১৮