দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে মোদির শপথ গ্রহণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রীদেরকে নিয়ে আজ দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন। এই প্রথম ক্ষমতাসীন বিজেপির প্রধানও মন্ত্রিসভায় স্থান পেলেন।
নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদি তার ৫০ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ, বলিউড তারকা ও নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন।