নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেবে ইসি : আইনমন্ত্রী

সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে চাইলে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ১১ ফেব্রুয়ারি  দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দণ্ডিত হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না তার সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন। এখানে সরকারের কোন ভূমিকা নেই।

তিনি আরো বলেন, আমরা কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। কিন্তু আইনের কারণে কেউ যদি নির্বাচনের বাইরে থাকে, সেখানে আমাদের কিছু করার নাই।

আনিসুল হক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়া সাজা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তিনি আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮