পুতিন কন্যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ইইউ’র

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে হামলার কারণে তাদের নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দুই কন্যাকে যুক্ত করার বিষয়টি বিবেচনায় নিয়েছে।

বুধবার বার্তা এএফপি এমন একটি তালিকা হাতে পেয়েছে এবং কয়েকজন কূটনীতিক এ খবর নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

কিয়েভের কাছে বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা করায় ইউক্রেনের ও পশ্চিমা বিশ্বের নেতারা ক্রেমলিনের বাহিনীকে দায়ী করার পর এ পদক্ষেপ গ্রহণ করা হচেছ। এটি ইইউ কূটনীতিকদের আলোচনার আওতায় রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র বুধবার পুতিনের এই দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার ওপর নিষেধাজ্ঞা জারি করে। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা।

কূটনীতিকরা এএফপি’কে বলেন, ইইউ সদস্য দেশগুলো এ সপ্তাহের শেষের দিকে নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত ইইউ প্যাকেজে স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান