বর্ষার বাকীটা সময় আরো বাড়তে পারে বৃষ্টিপাত

বর্ষার বাকীটা সময় আরো বাড়তে পারে বৃষ্টিপাত। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

৭ আগষ্ট সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশীদ এসব তথ্য জানান। তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভিন্ন অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আজ সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজকের বাজার: এলকে/এলকে ০৭ আগস্ট ২০১৬