বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষক নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বজ্রপাতে লোকমান শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটে।লোকমান শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জিন্দার আলী শেখ ছেলে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।

নবাবপুর ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন , সকালে দুই ভাই মরিচ খেতে ঘাস কাটতে যায়। ওই সময় বৃষ্টি শুরু হলে লোকমান শেখের বড় ভাই বাড়িতে চলে গেলেও তিনি ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে লোকমান ঘটনাস্থলেই মারা যায়।

আজকের বাজার/আরআইএস