বিশ্বে একদিনে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত

MOSCOW, RUSSIA - NOVEMBER 23, 2020: Medical workers wear protective suits at a temporary medical facility set up at the Krylatskoye Ice Palace to treat COVID-19. Converted to a hospital in spring 2020, a 23,400 sq m sports facility has 1,389 beds in place, including 42 in the intensive care unit. Sergei Bobylev/TASSÐîññèÿ. Ìîñêâà. Ìåäèöèíñêèå ðàáîòíèêè â çàùèòíûõ êîñòþìàõ âî âðåìåííîì ãîñïèòàëå äëÿ ïàöèåíòîâ ñ COVID-19 â ëåäîâîì äâîðöå "Êðûëàòñêîå", êîòîðûé ïåðåïðîôèëèðîâàëè â êîðîíàâèðóñíûé ñòàöèîíàð â àïðåëå - ìàå 2020 ãîäà. Íà ïëîùàäè 23,4 òûñÿ÷è êâàäðàòíûõ ìåòðîâ ðàçìåñòèëè 1347 èíôåêöèîííûõ êîåê è 42 êîéêè èíòåíñèâíîé òåðàïèè. Ñåðãåé Áîáûëåâ/ÒÀÑÑ

বিশ্বে গত একদিনে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৫৫০ জনে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেইলি বুলেটিনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নতুন করে ১০ হাজার ৪২২ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৭১ হাজার ১৮০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৪১ জন।
বিভিন্ন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ পরিসংখ্যান তৈরি করা হয়।
বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ২ কোটি ৬১ লাখ ৭২ হাজার ২৭৪ জন। এর পরেই ভারতের অবস্থান। দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮ লাখ ২ হাজার ৫৯১ জন। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জন।