নেপালে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে আগামীকাল বুধবার কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।
নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ দলের অন্যান্য খেলোয়াড়রা ফেসবুক-টুইটারে এ ঘটনায় শোক জানিয়েছেন।
সোমবার ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ কালে দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় ৪ ক্রুসহ ৭১ জন আরোহীর অধিকাংশই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যার বেশিরভাই বাংলাদেশি।
আরএম/