ভেড়ামারার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনের দিন পিছিয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় পরিবর্তন করে একদিন পেছানো হয়েছে।

বুধবার, ১১ এপ্রিল গণভবন থেকে বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করার কথা থাকলেও তা বৃহস্পতিবার, ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত এ সময় পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের জুলাই মাসে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়। ২ হাজার ৭৮৬টি শক্তিশালী পাইলিং এর উপর দাঁড়িয়ে থাকা এ প্লান্টটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি গ্যাস ইউনিট এবং একটি স্টিম টারবাইন ও একটি এইচআরসিজি স্থাপন করা হয়েছে। যা দিয়ে উৎপাদন করা হবে ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ।

আরএম/