যৌন হয়রানি : যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা কসবি দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের ৮০ বছর বয়সী কৌতুক অভিনেতা বিল কসবিকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে পেনসিলভেনিয়ার একটি আদালত। আলাদা তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রতিটি ধারায় সম্ভাব্য ১০ বছর করে কারাদণ্ড হতে পারে এই অভিনেতার।

২০০৪ সালে ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক বাস্কেটবল কোচ আন্দ্রে কনস্ট্যান্ড তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেই অভিযোগে টেম্বল দাবি করেন,  তিনি সাবেক বন্ধু কসবির বাড়িতে গেলে তাকে চেতনা নাশক খাইয়ে যৌন নিপীড়ন চালানো হয়।

আশির দশকে ‘দ্য কসবি শো’ সিরিজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান কসবি।

গত পাঁচ দশকে অন্তত ৬০ জন নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।

রাসেল/