রোহিঙ্গাদের ত্রিশ লাখ প্যাকেট ওরস্যালাইন দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জন্য ত্রিশ লাখ প্যাকেট ওরস্যালাইন দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর ঢাকায় মহাখালীতে ইউএসএইডের কর্মকর্তারা ওরস্যালাইনের চালানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

২৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র সরকার ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা এবং রোহিঙ্গা আশ্রয় শিবির এলাকায় জনগণকে ৯০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে। মঙ্গলবার ইউএসএইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

ইউএসএইডের বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি বলেন,বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব করে এই জীবন বাঁচানো দ্রব্যাদি রোহিঙ্গা শরণার্থীদের প্রদান করতে পেরে ইউএসএইড গর্বিত।

আজকের বাজার: এসএস/ওএফ/এলকে/ ১৯ ডিসেম্বর ২০১৭