‘শিশুদের জন্য সুন্দর পৃথিবী’র খাবার বিতরণ

রাজধানীর পুরানা পল্টনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য সুন্দর পৃথিবী।

শুক্রবার ১৩ অক্টোবর দুপুরে পুরানা পল্টনের সিপিবি ভবনের সামনে গুলিস্তান, পল্টন ও স্টেডিয়াম এলাকার ৬৬টি সুবিধাবঞ্চিত শিশুর হাতে চকোলেট, মোরগ পোলাও এবং কোমল পানীয় তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এবিএম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংগঠনিক সম্পাদক তানভীর সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, শিশুদের জন্য সুন্দর পৃথিবীর উদ্যোগে প্রতি মাসে একবার রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল এই সংগঠনের দ্বাদশতম আয়োজন।

আজকের বাজার: আরআর/ ১৩ অক্টোবর ২০১৭