সিআইসির নতুন ডিজি আব্দুল বাতেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে কর কমিশনার মো. আব্দুল বাতেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এনবিআর থেকে জারি করা এক আদেশে আব্দুল বাতেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিআইসির সদ্য বিদায়ী মহাপরিচালক বেলাল উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে সম্প্রতি বেলাল উদ্দিনকে ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি ও এনবিআরে সংযুক্ত করা হয়েছে। সিআইসি এনবিআরের অধীন একটি গোয়েন্দা সংস্থা।
আদেশে এনবিআরের আয়কর বিভাগে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ল্য হিসেবে তিন কমিশনারকে বদলি করার কথা বলা হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) আজম উদ্দীন তালুকদারের সই করা ওই আদেশে আরো দুই কর কমিশনারের দফতর বদল করা হয়েছে। দফতর বদল করা অপর দুই কর কমিশনারের মধ্যে কর কমিশনার ও ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. সেলিম আফজালকে কর অঞ্চল-৮ এবং চট্টগ্রাম কর আপিলাত ট্রাইব্যুনাল সদস্য ও কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. গোলাম মোস্তফাকে ঢাকা কর আপিলাত ট্রাইব্যুনাল সদস্য হিসেবে বদলী করা হয়েছে।
আজকের বাজার : এসএস / ওএফ/ ১৫ জানুয়ারি ২০১৮।